স্পোর্টস ডেস্ক : স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে পাঁচ বছরের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছিলেন তিনি। পরে শাস্তি হিসেবে তাকে জেলে কাটাতে হয়েছে সময়। তবে এবার অন্ধকার সেই সময় পাড়ি দিয়ে ক্রিকেটে ফেরার আশা করতে পারেন পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আমির।
দুবাইয়ে দুই দিনের আইসিসি বোর্ড মিটিংয়ে নির্বাসিত ক্রিকেটারদের নিয়ে আলোচনা শুরু হবে রোবিবার। শোনা যাচ্ছে নির্বাসিতদের প্রথমে ঘরোয়া ক্রিকেটে ও পরে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার ছাড় পত্র দেয়ার কথা ভাবছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
দুর্নীতি দমন কোড শিথিল করা নিয়েও চলছে জোর আলোচনা। আর বয়সটা কম হওয়ায় কিছুটা সহানুভূতি পাবেন আমির। তাই ঘরোয়া ক্রিকেটে ফেরার অনুমতি মিলতে পারে এই পাক পেসারের।
২০১০ লর্ডস টেস্টে স্পট ফিক্সিং কাণ্ডে অভিযুক্ত হয়ে আমির ইতোমধ্যেই আড়াই বছর জেল খেটেছেন ইংল্যান্ডে৷ আমেরের সঙ্গে একই অভিযোগে নির্বাসিত আরও দুই পাক ক্রিকেটার সালমান বাট ও মোহাম্মদ আসিফ।
লর্ডস গেট কেলেঙ্কারিতে পাঁচ বছরের জন্য নির্বাসিত হন আমির৷ বাটের ১০ বছর ও আসিফের সাত বছর নির্বাসন হয়৷ তিন জন ইতোমধ্যে জেল থেকে ছাড়া পেলেও ক্রিকেটে ফেরার অনুমতি পাননি কেউ।