বিনোদন ডেস্ক : মধ্যস্বত্ত্বভোগীদের দৌরাত্ম্যে চলচ্চিত্র শিল্প ব্যাধিগ্রস্ত হয়ে পড়েছে। তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে এদের অবসান ঘটাতে হবে বলে দাবি জানিয়েছে অনলাইনভিত্তিক সংগঠন ‘সিনেপাগলা’।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত ‘দালাল হটাও দেশের চলচ্চিত্র বাঁচাও’ শীর্ষক এক মানববন্ধনে সংগঠনটি এ দাবি জানায়।
বক্তারা জানান, বাংলাদেশে মোট বুকিং এজেন্ট আছে ১০০ জনের মতো। এদের মধ্যে ৭-৮ জন পুরো ইন্ডাস্ট্রি নিয়ন্ত্রণ করে। এরা চাইলে সিনেমা প্রদর্শনীর জন্য হল পায় নয়তো পায় না। সিনেমার ভালো-মন্দ এখানে গৌণ। এদের কোনো নির্দিষ্ট অফিস বা ঠিকানা নেই। অনেক বুকিং এজেন্টকে কোনো ব্যক্তিগত ইনভেস্ট ছাড়া শুধু কমিশনের টাকা দিয়েই প্রযোজক বনে যেতে দেখা গেছে।
মধ্যস্বত্ত্বভোগী বুকিং এজেন্টদের কারণে সৃষ্ট সমস্যা তুলে ধরে বক্তারা বলেন, পরিবেশনায় প্রচলিত তিনটি পদ্ধতির মধ্যে যে পদ্ধতিতেই সিনেমা হলে চলুক না কেন এই বুকিং এজেন্টরা প্রযোজক কিংবা পরিবেশকদের কাছ থেকে ১০ শতাংশ কমিশন নিয়ে থাকে। এমনকি বুকিং মানি থেকেও তারা ১০ শতাংশ কমিশন নেয়। প্রযোজকদের লাভ বা লোকসান যাই হোক, হলে সিনেমা চালাতে হলে তাদেরকে বাধ্যতামূলকভাবে কমিশন দিতে হয়। এতে মেধাবী পরিচালক ও প্রযোজকরা চলচ্চিত্র নির্মাণে উৎসাহ হারিয়ে ফেলছে। তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে এই শিল্পে মধ্যস্বত্ত্বভোগীদের দৌরাত্ম্যের অবসান ঘটাতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক আদিদা গুরু, সদস্য সচিব সায়েম মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক সাঈদ রফিক, সদস্য জিসান খান, আজহারুল ইসলাম, গাজী প্রমি ইসলাম প্রমুখ।