বিনোদন ডেস্ক : বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘পিঁপড়াবিদ্যা এবং নতুন সিনেমার সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভা। এতে উপস্থিত থেকে সদ্য মুক্তি পাওয়া ‘পিঁপড়াবিদ্যা’ ছবিটি নিয়ে কথা বলবেন ফরহাদ মজহার।
২৪ অক্টোবর মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত চলচ্চিত্র ‘পিঁপড়াবিদ্যা’। ছবিটি নিয়ে প্রথমবারের মতো একটি আলোচনা সভার আয়োজন করেছে সাহিত্য পত্রিকা ‘প্রতিপক্ষ’।
আলোচনায় আরও থাকবেন নূরুল আলম আতিক, গোলাম রাব্বানী বিপ্লব, মোহাম্মদ আজম, সুমন রহমান, পিপলু আর খান, রেদওয়ান রনি ও তৈমুর রেজা।
আলোচনা শেষে থাকছে মিট দ্য ডিরেক্টর ও প্রশ্ন-উত্তর পর্ব। সবার জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানটি ৯ নভেম্বর বিকেল ৪টায় বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হবে।