ঢাকাশনিবার , ৮ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

ওয়াসিম-ওয়াকারে ভীত ছিলেন শচীন

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ৮, ২০১৪ ১২:৪০ অপরাহ্ণ
Link Copied!

Sachin-1স্পোর্টস ডেস্ক : অভিষেক টেস্টে ভয় পাওয়াটা স্বাভাবিক। তবে শচীনের শুরুটা ছিল একটু বেশি ভয়ংকরই। পাকিস্তানের পেস বোলিংয়ে কিংবদন্তি জুটি ওয়াকার ইউনিস ও ওয়াসিম আকরাম জুটির সামনেই প্যাড পড়ে টেস্টের শুরুটা করতে হয়েছিল তাকে। ভয়ংকর সেই অভিজ্ঞতার কথা উঠে এসছে ব্যাটিং মায়েস্ত্রোর আত্মজীবনীতে (প্লেয়ং ইট মাই ওয়ে)।
আকরাম ও ওয়াকার জুটি যে কোন অভিজ্ঞ ব্যাটসম্যানের জন্য ছিল বিভীষিকা। আর তাদের সামনে পড়ে তরুণ শচীন সন্দেহে পড়েছিলেন নিজের ব্যাটিং সামর্থ্য নিয়েই, ‘এটা ছিল অগ্নি পরীক্ষা। প্রথম ম্যাচে ওয়াসিম ও ওয়াকারের পেসের মুখে পড়ে আমার ব্যাক্তিগত ব্যাটিং সামর্থ্য নিয়ে প্রশ্ন জেগেছিল। প্রশ্ন জাগছিল আন্তর্জাতিক পর্যায়ে খেলার মতো যথেষ্ট যোগ্যতা আমার আছে কিনা সে বিষয়েও।’
১৯৮৯ সালের ঘটনা। তখনকার পাকিস্তানি বোলিং ‘লাইন আপ’ এ চোখ বোলালে এখনও যে কোন ব্যাটসম্যানের হৃদয়ে কাঁপন ধরবে। সেই দলে ইমরান খান, ওয়াসিম আকরামের পাশাপাশি ছিলেন আকিভ জাভেদ ও ওয়াকার ইউনিস। আর স্পিন বোলার মোস্তাক আহমেদ ও আব্দুল কাদিরের কথা না হয় নাই বললাম। ‘প্লেয়ং ইট মাই ওয়ে’ এর তৃতীয় অধ্যায়ে অভিষেক টেস্ট ও পাকিস্তানের মাটিতে ভারতের সেই সিরিজের বর্ণনা দিয়েছেন শচীন। তিনি সেখানে উল্ল্যেখ করেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল পাকিস্তানের মাটিতেই আমার তাদের মোকাবেলা করতে হয়েছিল।’
‘তৃতীয় বলে আমি তার মুখোমুখি হই। প্রথম বলটি ছিল ভয়ঙ্কর এক বাউন্সার। ওয়াসিমের বল নিয়ে আমার স্টাডি বলছিল পরের বলটি হবে ইয়রকার। আমি যখন ইয়রকারের আশা করছিলাম তখন পরের বলটা হলো বাউন্সার। আবারও আমার মনে হয়েছিল যে পরের বলটিই ইয়রকার হবে। তবে সেটা হলো বাউন্সার। তারপর আমি নিজেকে বললাম, টেস্ট ক্রিকেটে স্বাগতম।’ এভাবেই সেই সময়ের বর্ননা দেন শচীন।
আন্তর্জাতিক ক্রিকেটে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে তার খেলা চতুর্থ টেস্টের এক ঘটনার কথাও উল্ল্যেখ করেন তিনি। সেবার ওয়াকারের বলে শচীনের নাক ফেটে গিয়েছিল, ‘আমি যখন এক রান করে যখন উইকেটে খেলছিলাম তখন ওয়াকার একটা শর্ট বল করল। আমি আশা করেছিলাম এটা বড়জোর চিবুক বরাবর উঠবে। কিন্তু সেটা উঠল আরও কয়েক ইঞ্চি উপরে। আর তা আমার হ্যালমেটে আঘাত করলো। আমার নাকে লাগলো। ’