স্পোর্টস ডেস্ক : রায় চার মাস পর আবারও টেস্টে বিশ্বসেরা অলরাউন্ডারের আসনটায় পাকাপোক্ত করে নিলেন সাকিব আল হাসান। র্যাংকিংয়ে দ্বিতীয় সেরা অল রাউন্ডার থেকে ৬২ পয়েন্টে এগিয়ে গেলেন মাত্র দুই টেস্ট খেলেই। তা হবেই বা না কেন। প্রথম টেস্টে ৭ উইকেট নেয়ার পর দ্বিতীয়টিতে আরও ঔজ্জ্বল্য ছড়ালেন তিনি। ১০ উইকেট ও ১৩৭ রান করে সর্বকালের সেরা অলরাউন্ডার ইয়ান বোথাম ও ইমরান খানের পাশে নাম লেখালেন। আর সে কারণেই সর্তীথদের শুভেচ্ছা বাণীতে ভাসছেন সাকিব।
বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও ভুলেননি তাকে অভিনন্দন জানাতে। টেস্ট জয়ের পরপরই সাকিব আল হাসানের সেরা অলরাউন্ডারের আসনে বসার খবর পেয়ে নিজের ফেসবুক পেজে সাকিবকে অভিনন্দন জানালেন ম্যাশ।
ফেসবুক পেজে মাশরাফি লিখেন, ‘আইসিসি টেস্ট র্যাংকিংয়ে সাকিব এক নম্বর স্থান পুনরুদ্ধার করেছেন। তাকে অভিনন্দন।’
২০১১ সালে সর্বপ্রথম টেস্ট সেরা অলরাউন্ডার হয়েছিলেন সাকিব। আর সর্বশেষ আগস্টে টেস্টে সেরা অলরাউন্ডারের খেতাব পেয়েছিলেন তিনি। তবে তারপর নিষেধাজ্ঞার কারণে রবিচন্দন অশ্বিন ও ভ্যারন ফিলান্ডারের থেকে পিছিয়ে পড়েন তিনি।
বর্তমানে সাকিবের রেটিং ৪১৯। এটাই তার ক্যারিয়ার সেরা সংগ্রহ। অন্যদিকে টেস্ট অল রাউন্ডারের তালিকায় অশ্বিন ৩৫৭ রেটিং পয়েন্ট নিয়ে আছেন দ্বিতীয় স্থানে।