কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রাব্বি (৩০) নামের এক সন্ত্রাসী নিহত হয়েছেন। এ ঘটনায় ডিবির উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম, উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলামসহ তিন জন আহত হন।
আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার বেলা সোয়া ১১টার দিকে মহানগরীর আলেখারচর বিশ্বরোড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় তিনটি আগ্নেয়াস্ত্রসহ দুই জনকে আটক করেছে পুলিশ।গুলি ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নিহত, এসআই আহত
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, সম্প্রতি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই ফিরোজের কাছ থেকে ছিনিয়ে নেয়া অস্ত্রের সন্ধানে নামে ডিবি পুলিশের একটি দল।
বেলা ১১টার দিকে আলেখারচর এলাকায় কোকাকোলা কোম্পানির সামনে ডিবির ওই দলটি একদল সন্ত্রাসীকে ধাওয়া করে। এসময় সন্ত্রাসীরা দুইটি মোটরসাইকেলে করে পালিয়ে যেতে চাইলে পুলিশ তাদের পিছু নেয়। এসময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় দু’পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনাও ঘটে। তখন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে সন্ত্রাসী রাব্বি নিহত হন।
এ ঘটনায় ডিবির উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম, উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম এবং জনি নামের এক সন্ত্রাসী আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে ডিবির ছিনতাই হওয়া পিস্তলসহ ৩টি আগ্নেয়াস্ত্রসহ জনি ও দুলাল নামের দুই জনকে আটক করা হয়।
পুলিশ সুপার টুটুল চক্রবর্তী জানান, অভিযানে ১৬ রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। এসময় ছিনতাই হওয়া পুলিশের পিস্তলসহ আরো ২টি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে নগরীর ঝাউতলার ব্র্যাক ব্যাংকের সামনে কুমিল্লা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ মাহমুদকে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে। এসময় এসআই ফিরোজের পিস্তলটি ছিনিয়ে নেয় নগরীর ঝাউতলা এলাকার সন্ত্রাসী জিরা সুমন। এসআই ফিরোজ বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন।