ঢাকারবিবার , ৯ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

প্রশ্নপত্র ফাঁস, ৪ শিক্ষকের কারাদণ্ড

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ৯, ২০১৪ ১১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

Jailকুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসায় জেএসসি পরীক্ষা চলাকালীন সময়ে প্রশ্নপত্র বাইরে নিয়ে যাওয়ার অভিযোগে ৪ শিক্ষককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার সকালে উপজেলার শোমসপুর মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- আফিল উদ্দিন, দেব কুমার ঘোষাল, সরোয়ার হোসেন ও বিশ্বনাথ দাস।
দণ্ডপ্রাপ্ত আফিল উদ্দিন, দেব কুমার ঘোষাল ও সরোয়ার হোসেন শোমসপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং বিশ্বনাথ ঘোষ আমবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।
খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেবেকা খান বলেন, ‘জেএসসি গণিত পরীক্ষা চলাকালীন সময়ে খোকসার শোমসপুর মাধ্যমিক বিদ্যালয়ে গণিত পরীক্ষার প্রশ্নপত্র বাইরে নিয়ে যায় শিক্ষকরা। এসময় পুলিশ তাদের আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ২ বছর করে কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
এদিকে শিক্ষারমানকে সমন্বত রাখতে এবং জেলায় নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয় সে লক্ষ্যে জেলা প্রশাসনসহ শিক্ষা সংশ্লিষ্টদের এই প্রচেষ্টা অব্যহত থাকবে বলে জানান, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মুজিব-উল ফেরদৌস।