চট্টগ্রাম প্রতিনিধি : নগরীর বাকলিয়া থানার বৌবাজার এলাকার আবু তাহের কলোনিতে কেক খেয়ে ১১ শিশু অসুস্থ হয়ে পড়েছে। রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। অসুস্থ শিশুদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অসুস্থ শিশুরা হলো- ফাইজুল (৭), মো. ইমরান (৫), আল-আমিন (৭), রাকি হোসেন (৪), সালাউদ্দিন (১৫) সুমাইয়া (৪) জান্নাত (৩), সুমাইয়া (৯), ইয়াসিন (১২), আরিফ হোসেন (৩) ও মীম (৬)।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া বাংলামেইলকে বলেন, ‘দুপুর ১২টার পর থেকে বাকলিয়ার বৌ বাজার এলাকার আবু তাহের কলোনি থেকে একে একে ১১ শিশু হাসপাতালে আসে। এ সময় তাদের অভিভাবকরা জানিয়েছেন, সকালে এক নারীর কাছ থেকে কেনা খোলা কেক খেয়ে ওই কলোনির ১১ শিশু বমি শুরু করে। এরপর সবাইকে চমেক হাসপাতালে আনা হয়।’
হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে পঙ্কজ বড়ুয়া বলেন, ‘শিশুদের পরিবার যেহেতু খোলা কেক খেয়ে বমি করার কথা বলেছে, ধারণা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়েছে। এরপরও শিশুদের খাওয়া কেকের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করার পর এ সম্পর্কে স্পষ্ট বলা যাবে। বর্তমানে প্রত্যেক শিশুকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে, তাদের অবস্থা ভালো রয়েছে।’