বরিশাল প্রতিনিধি : বরিশাল নগরীতে বিএনপির মিছিলে বাধা দেয়ায় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।
রোববার বেলা সাড়ে ১২টার দিকে নগরীর সদর রোড এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অশ্বিনী কুমার টাউন হলের সামনে সমাবেশ করে নেতাকর্মীরা। এতে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা (দক্ষিণ) বিএনপি সভাপতি এবায়দুল হক চাঁন, জেলা (উত্তর) বিএনপি সভাপতি মেজবা উদ্দিন ফরহাদ, মহানগর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার এবং সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন প্রমুখ।
সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল করতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা যায়।
মহানগর বিএনপির সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন অভিযোগ করে বলেন, সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণ মিছিল বের করলে পুলিশ অহেতুক বাধা দিয়ে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এতে কর্মীরা ক্ষুব্ধ হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।’
অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) গোলাম রউফ খান বলেন, বিএনপির নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করায় কোনো বাধা হয়নি। তবে সমাবেশ শেষে মিছিল করার নামে রাস্তা অবরোধ করার চেষ্টা করলে পুলিশ নেতাকর্মীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।