যশোর প্রতিনিধি : সমাজ সেবা ও জীবনমুখী শিক্ষায় অনন্য অবদানের জন্য সম্মান সূচক ডিগ্রি “ডক্টরেট অব লিটারেসি (ডি-লিট)” উপাধিতে ভূষিত হয়েছেন যশোরের বাঁচতে শেখার নির্বাহী পরিচালক আঞ্জেলা গোমেজ।
ভারতের উড়িষ্যার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কিট বিশ্ববিদ্যালয় তাকে সম্মান সূচক ডিগ্রি “ডক্টরেট অব লিটারেসি (ডি-লিট)” উপাধিতে ভূষিত করে।
শনিবার তাকে এ উপাধিতে ভূষিত করা হয়। এর আগে এশিয়ার নোবেল খ্যাত র্যামন ম্যাগসেসে পুরস্কারসহ জাতীয় ও আন্তর্জাতিক অনেক পুরস্কারও পেয়েছেন আঞ্জেলা গমেজ।
বাঁচতে শেখার কর্মকতারা জানান, প্রায় চার দশক ধরে আঞ্জেলা গোমেজ সুবিধাবাঞ্চিত নারী ও শিশুদের ভাগ্যোন্নয়নে কাজ করে চলেছেন। বঞ্চনা ও হতাশার অন্ধকারে নিমজ্জিত হাজার হাজার মা-বোনদের মুক্তির পথ দেখিয়ে চলেছেন, নিজের জীবনকে উৎসর্গ করেছেন বঞ্চিত নিপীড়িত মা-বোনদের শৃঙ্খল উন্মোচনে।
দীর্ঘ এ কর্মময় জীবনের অক্লান্ত পরিশ্রমের ফল স্বরূপ তিনি ১৯৯৯ সালে এশিয়ার নোবেল খ্যাত র্যামন ম্যাগসেসে পুরস্কার অর্জন করেন। এছাড়ও জাতীয় ও আন্তর্জাতিক অনেক পুরস্কার পেয়েছেন।
আঞ্জেলা গমেজকে এ সম্মান প্রদান করায় বাঁচতে শেখা পরিবার প্রতিষ্ঠাতা ড. অচ্যুত সামন্তের কিট বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।