ঢাকাসোমবার , ১০ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

মেট্রোরেল আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ১০, ২০১৪ ৮:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

Metro-Rail
নিজস্ব প্রতিবেদক :
মেট্রোরেল আইন ২০১৪ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা সাংবাদিকদের এ কথা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে মন্ত্রিসচিব সচিব সাংবাদিকদের বলেন, ‘মেট্রোরেল প্রকল্পটি একটি বড় প্রকল্প। ২২ হাজার কোটি টাকা ব্যয় হবে এ প্রকল্পে। এতে সাড়ে ৫ হাজার কোটি টাকার সংস্থান করবে সরকার। বাকি টাকা দেবে জাপানি দাতা সংস্থা জাইকা।’

তিনি বলেন, ‘মূলত ঢাকা শহরের যানজট নিয়ন্ত্রণে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে।’

সচিব জানান, মেট্রোরেলের রূপ হবে উত্তরা থার্ড ফেজ থেকে পল্লবী, রোকেয়া সরণী, ফার্মগেট শাহবাগ, দোয়েল চত্বর ও বাংলাদেশ ব্যাংক। এ মেট্রোরেল তৈরি হলে প্রতি ঘণ্টায় ৬০ হাজার যাত্রী যাতায়াত করতে পারবে।
তিনি আরো জানান, কেউ যদি লাইসেন্স ছাড়া মেট্রোরেল চালান তার ১০ বছর কারাদণ্ড অথবা এককোটি টাকা জরিমানা হবে। অনুমোদন ছাড়া চালালেও একই দণ্ড হবে। এছাড়া বিনা টিকিটে ভ্রমণ করলে ভাড়ার দশ গুণ জরিমানা অথবা ৬ মাসের কারাদণ্ড হবে।