ঢাকাসোমবার , ১০ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

গোডাউনসহ ১০ দোকান পুড়ে ছাই

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ১০, ২০১৪ ৮:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

Lalmonirhat

লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার বাজারে আগুনে গোডাউনসহ ১০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

রোববার রাতে তুষভাণ্ডার বাজারে বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ আগুনে আলআমিন স্টোর, মেঘনা ডেকোরেটর,জামান ব্রাদার্স, মামুন কসমেটিক্স ও গোডাউনসহ ১০ দোকান পুড়ে যায়।

পরে খবর পেয়ে কালীগঞ্জ, পাটগ্রাম ও লালমনিরহাট ফায়ার সার্ভিসকর্মীরা এসে দুইঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে  তুষভাণ্ডার বাজারে বিদ্যুতের শটসার্কিট থেকে আগুন লাগে। এতে মুহূর্তের মধ্যে আগুন পুরো বাজারে ছড়িয়ে পড়ে। কালীগঞ্জ উপজেলার দমকল বাহিনীর লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পুড়ে ছাই হয়ে যায় ১০টি দোকান।

খবর পেয়ে সকাল ১১টায় দিকে ক্ষতিগ্রস্ত দোকানপাট পরিদর্শন করেছেন লালমনিরহাট-২ সাংসদ সদস্য নুরুজাম্মান আহম্মেদ ও উপজেলা নির্বাহী অফিসার গোলাম রাব্বি।