ঢাকাসোমবার , ১০ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

কর্ণফুলী-৫
নিখোঁজ চালকের লাশ উদ্ধার

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ১০, ২০১৪ ৮:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

Lighterলক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর (দক্ষিণ): মেঘনা নদীতে লাইটার জাহাজ কর্ণফুলী-৫ এর নিখোঁজ সাত শ্রমিকের মধ্যে চালক নুর নেওয়াজকে (৪০) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ রামগতি উপজেলার চরআলেকাজন্ডার এলাকার মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করেন। নৌ ধর্মঘট নিখোঁজ চালকের লাশ উদ্ধার
মৃত নূর নেওয়াজের বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া এলাকায়।
এদিকে, ঘটনার তিন দিন অতিবাহিত হলেও নিখোঁজ অপর ছয় জনের এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি।
এরা হচ্ছেন-জাহাজের মাস্টার নড়াইলের লোহাগাড়া উপজেলার আড়িয়ারা এলাকার শেখ এনামুল হোসেন মুক্তি (৪৫), সুকানি নড়াইলের লোহাগাড়া উপজেলার মল্লিকপুর এলাকার শাফিনুর রহমান শাকিল, লস্কর ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টিটু, একই এলাকার শামীম, বাবুর্চি (অজ্ঞাতনামা) ও টিটুর অতিথি (অজ্ঞাতনামা)।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির জানান, রোববার রাতে মেঘনা নদীর আলেকজান্ডার মাছঘাট এলাকার অদূরে লাশটি ভেসে আসলে খবর পেয়ে পুলিশ তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
জাহাজের শ্রমিকদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলে ঘটে যাওয়া ওই ঘটনায় এমভি কর্ণফুলী-৫ এর চার্টার মালিক (ভাড়াটে মালিক) আবদুস সালাম জাহিদ বাদী হয়ে শনিবার রাতে কমলনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় জাহাজের গ্রিজার পারভেজ, লস্কর টিটু, শামীম, বাবুর্চি (অজ্ঞাতনামা) ও টিটুর অতিথিকে (অজ্ঞাতনামা) আসামি করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার সকাল ৬টায় চট্টগ্রাম কাফকো থেকে ৭২০ মেট্রিক টন ইউরিয়া সার নিয়ে এমভি কর্ণফুলী-৫ লাইটার জাহাজটি বাঘাবাড়ির উদ্দেশে রওনা দেয়। জাহাজটি রামগতি উপজেলার চরআব্দুল্লাহ এলাকায় পৌঁছানোর পর জাহাজটির সাত শ্রমিক রহস্যজনকভাবে নিখোঁজ হন। অপর তিন শ্রমিকের মধ্যে দুইজনকে পুলিশ জাহাজের কেবিন থেকে অবরুদ্ধ অবস্থায় এবং একজনকে নদী থেকে উদ্ধার করেন।
ঘটনাটি ডাকাতির ঘটনা বলে খবর ছড়িয়ে পড়লে চট্টগ্রাম ও মংলা নৌ-বন্দরের শ্রমিকরা নিখোঁজদের উদ্ধারের দাবিতে কর্মবিরতি পালন আসায় বন্দরের কার্যক্রম অচল হয়ে পড়ে।
র কোনো খোঁজ পাওয়া যায়নি। জাহাজটিতে ১১ জন নাবিক ছিল।