নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কুশপুতুল দাহ করেছেন সাংস্কৃতিক জোটের নেতারা। এসময় জোট নেতারা তারেক রহমানকে ‘নিকৃষ্টতম বেয়াদব’ হিসেবে অভিহিত করেন।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে ও বঙ্গবন্ধুকে নিয়ে তারেক জিয়ার কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে এ কুশপতুল দাহ করা হয়।
সাংস্কৃতিক জোটের নেতারা বলেন, ‘বিদেশের মাটিতে বসে দেশ সম্পর্কে আজে-বাজে কথা বলা চলবে না। বঙ্গবন্ধু সম্পর্কে কথা বলার কোনো যোগ্যতাই তারেক রহমানের নেই।’
বক্তারা বলেন, ‘দেশের মানুষ হরতাল চায় না। তারা শান্তিতে বসবাস করতে চায়। কিন্তু বিএনপি- জামায়াত দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে। বর্তমান সরকার শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর করে দেশকে কলঙ্কমুক্ত করছে।’
বক্তারা আরো বলেন, ‘বিএনপির চেয়ারপারসন ও তার ছেলে তারেক রহমান যে গণ্ডমূর্খ তা তারা প্রতিপদে পদে প্রমাণ দিচ্ছেন নানা আচরণ ও বক্তব্যের মাধ্যমে।’
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট বলরাম পোদ্দার, আওয়ামী লীগের উপ-কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজু, উপকমিটির সদস্য ইদ্রিস আহমেদ, সোহেলী পারভিন মনি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল প্রমুখ।