বাগেরহাট প্রতিনিধি :
সুন্দরবনের চাদপাই রেঞ্জে আড়ুয়াবাড়ি খাল এলাকায় র্যাব ও ডাকাত দারোগা বাহিনীর মধ্যে ‘বন্ধুকযুদ্ধ’ হয়েছে। এতে দারোগা বাহিনীর প্রধান এনামুল হাওলাদার ওরফে দারোগা ও তার সহযোগী সাইফুল ইসলাম নিহত হয়েছেন।
এদিকে ঘটনাস্থল থেকে ১৩ আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
মঙ্গলবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত ডাকাত দারোগা ও তার সহযোগী সাইফুলের বাড়ি খুলনা জেলার রূপসা উপজেলায়।
র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবীর জানান, গোপন সংবাদে খবর পেয়ে মঙ্গলবার সকালে র্যাব-৮ এর একটি দল সুন্দরবনের চাদপাই রেঞ্জে অভিযান চালায়। এ সময় র্যাব সদস্যদের দেখে দারোগা বাহিনীর সদস্যরা গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাব পাল্টা গুলি করলে শুরু হয় বন্দুকযুদ্ধ। এসময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে বাহিনী প্রধান এনামুল হাওলাদার ওরফে দারোগা ও তার সহযোগী সাইফুল নিহত হয়েছেন।
এসময় ঘটনাস্থল থেকে একটি শুটারগান, তিনটি এলজি, ছয়টি পাইপগান, তিনটি এসবিএল গান ও ১৬৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।