ঢাকামঙ্গলবার , ১১ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রদল-যুবদলের সংঘর্ষে আহত ১০

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ১১, ২০১৪ ৮:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

Savar
সাভার প্রতিনিধি :
সাভারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে সাভার পৌর এলাকার ছায়াবিথী মহল্লার সানাউল্লাহ গ্রুপ ও জাহ্ঙ্গীর গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জাহ্ঙ্গীর সাভার পৌর যুবদলের যুগ্ন-আহ্বায়ক ও সানাউল্লাহ সাভার পৌর ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাভার ছায়াবিথী এলাকার জাহাঙ্গীর ও সানাউল্লাহ গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে সকাল দশটার দিকে জাহাঙ্গীরের লোকজন ছায়াবিথী এলাকার একটি স্থানীয় সড়কে সানাউল্লার কয়েকজন লোকের ওপর অতর্কিতভাবে হামলা চালায়।

এ খবর ছড়িয়ে পড়লে উভয় গ্রুপের একাধিক নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হন।

খবর পেয়ে সাভার মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’