ঢাকামঙ্গলবার , ১১ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ১১, ২০১৪ ৮:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

sylhet
সিলেট প্রতিনিধি :
সাত দফা দাবিতে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট শুরু হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত পরিবহণ নেতারা তাদের এ ধর্মঘট চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার ভোর ছয়টা থেকে এ ধর্মঘটের ডাক দিয়েছে জেলা সিলেট বিভাগ সড়ক পরিবহণ মালিক শ্রমিক ঐক্য পরিষদ ও সড়ক পরিবহণ মালিক শ্রমিক সংগ্রাম কমিটি।

ধর্মঘটের কারণে দুপুর পর্যন্ত সিলেট-কদমতলী বাস টার্মিনাল থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। এমনকি আন্তঃজেলার বাস সার্ভিসও বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন সিলেট বিভাগের মানুষ। তাদের বিভিন্ন গন্তব্যে ফেরা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

এ ব্যাপারে সিলেট জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা বলেন, ‘পরিবহণ ধর্মঘট শান্তিপূর্ণভাবেই চলছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

সড়ক পরিবহণ মালিক শ্রমিক সংগ্রাম পরিষদের সভাপতি জমির আহমেদ বলেন, ‘সাত দফা দাবিতে গত ২৭ অক্টোবর সিলেট বিভাগীয় কমিশনারের বরারব স্মারকলিপি দেয়া হয়। এনিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠকের পর ৫ নভেম্বর পর্যন্ত দাবি আদায়ে সময়সীমা বেধে দেয়া হয়েছিল। কিন্তু দাবি পূরণ না হওয়ায় আমরা এ ধর্মঘট দিতে বাধ্য হয়েছি।’

দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ ধর্মঘট চলবে বলেও জানান তিনি।