ঢাকামঙ্গলবার , ১১ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

আসছে আরো ৬টি ওয়াটার বাস
মন্ত্রীর পরামর্শে না চলায় ওয়াটার বাসে লোকসান

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ১১, ২০১৪ ৮:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

Shajahan

নিজস্ব প্রতিবেদক :
আগামী ১৬ নভেম্বর থেকে আরো ছয়টি ওয়াটার বাস চালু হবে বলে জানিয়েছেন নৌ পরিবহণ মন্ত্রী শাজাহান খান। এর মাধ্যমে যাত্রীদের সেবা আরো নিশ্চিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ নিয়ে মোট ১২টি ওয়াটার বাস চালু হলো। এবাসগুলো সদরঘাট থেকে গাবতলী পর্যন্ত চলবে। নৌ যান সম্পর্কিত চলমান ও প্রক্রিয়াধীন প্রকল্প নিয়ে এক সভায় তিনি সাংবাদিকদের এ কথা জানান।

ওয়াটার বাসে কেন লোকসান হচ্ছে এমন প্রশ্নে মন্ত্রী জানান, তার পরামর্শ মোতাবেক চলেনি বলে ওয়াটার বাসে লোকসান হয়েছে। এখন থেকে সেবার মানসিকতা নিয়ে ওয়াটার বাস আবার চালু হবে।

তিনি আরো জানান, আগামী দুই এক মাসের মধ্যে মধুমতি স্টিমারটি উদ্বোধন করা হবে।

মন্ত্রী বলেন, ওভারলোড ট্রাক ফেরিতে বেশি ওঠায় জরিমানার টাকা বেশি পাওয়া গেছে এবং এ থেকে বছরে প্রায় ২৫ কোটি টাকা আয় হয়।