ঢাকামঙ্গলবার , ১১ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

নতুন কোনো এমএলএম অনুমোদন নয়

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ১১, ২০১৪ ১০:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

LMFনিজস্ব প্রতিবেদক : নতুন করে আর কোনো মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানিকে (এমএলএম) অনুমোদন দেয়া হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এমএলএম কোম্পানিগুলোর বিরুদ্ধে ক্রমাগত প্রতারণার অভিযোগের প্রেক্ষিতে তিনি এ কথা বলেন।
মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে বাণিজ্যমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে মন্ত্রী এ কথা বলেন। এ সময় কমিটির সভাপতি তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, ‘যে পাঁচটি এমএলএম কোম্পানিকে অনুমোদন দেয়া হয়েছে, তাদের সার্বিক কার্যক্রমের ওপর নজরদারি রাখা হয়েছে। সার্বক্ষণিক মনিটরিংয়ে রাখা হচ্ছে তাদের।’
তিনি আরও বলেন, ‘এমএলএম কোম্পানিগুলোর বিরুদ্ধে মানুষের সর্বস্ব হাতিয়ে নেয়ার অভিযোগ এসেছে। কাজেই এ ধরনের  সুযোগ আর দেয়া যায় না। যারা এমনটি করেছে তাদের সবকিছু খতিয়ে দেখা হচ্ছে।’
জিএসপি সুবিধা প্রসঙ্গে তোফায়েল বলেন, ‘জিএসপি সুবিধার বিষয়ে আমরা আশাবাদী। এ সুবিধা পাওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেসব শর্ত দেয়া হয়েছে, সেগুলো আমরা পূরণ করেছি। গত ১০ নভেম্বর এ বিষয়ে তারা একটি চিঠি দিয়েছে। সেটির উত্তরও দেয়া হবে।’
সকাল ১১টায় সংসদ ভবনে বাণিজ্যমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে এমএলএম কোম্পানিগুলোর প্রতারণার বিষয়ে আলোচনা হয়। লাভের কথা বলে যারা জনগণকে ঠকাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়েও আলোচনা করেন কমিটির সদস্যরা।
বৈঠকে কমিটির সদস্য মোতাহার হোসেন, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, ওয়ারেসাত হোসেন বেলাল, আ ক ম বাহাউদ্দিন, ছানোয়ার হোসেন, মনজুরুল ইসলাম লিটন ও লায়লা আরজুমান বানু উপস্থিত ছিলেন।