ঢাকাসোমবার , ১ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা আসছেন জাপানের প্রধানমন্ত্রী

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ১, ২০১৪ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

Japan-PMনিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের সবচেয়ে বড় দাতা দেশ জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে ২ দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা আসছেন।
সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃবিভাগ থেকে এ সফরের কথা নিশ্চিত করা হয়েছে। আগামী ৬ থেকে ৭ সেপ্টেম্বর সিনজো আবে ঢাকায় অবস্থান করবেন।
সিনজো আবের এ সফর হবে চৌদ্দ বছর পর কোনো জাপানি প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর। এর আগে ২০০০ সালে জাপানের সাবেক প্রধানমন্ত্রী ‍ওসিরো মোরি বাংলাদেশ সফর করেন।
এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পাশাপশি রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন সিনজো আবে। এছাড়া বিনিয়োগ বোর্ডের সঙ্গে জাপানি বিনিয়োগ সংস্থা জাইকা এবং জেট্রোর বৈঠকেও উপস্থিত থাকবেন সিনজো আবে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত মে মাসে জাপান সফরে গিয়েছিলেন। সে সময় তিনি বাংলাদেশ সফরের জন্য সিনজো আবেকে আমন্ত্রণ জানিয়েছিলেন।