নিজস্ব প্রতিবেদক : আগামী ২৩ ডিসেম্বর ভোটগ্রহণের দিন নির্ধারণ করে সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তফসিল ঘোষিত হয়।
তফসিল অনুয়ায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই বাছাই ২২ নভেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ ৩০ নভেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।
ওই আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইসাহাক হোসেন তালুকদার গত ৬ অক্টোবর মৃত্যুবরণ করায় আসনটি শূন্য হয়।
নির্বাচনে রিটার্নিং অফিসারে দাযিত্ব পালন করবেন রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সহকালী রিটানিং অফিসারের দায়িত্ব পালন করবেন জেলা নির্বাচন কর্মকর্তা ও তাড়াশ উপজেলা নির্বাচন কর্মকর্তা।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের নেতা মো. ইসহাক হোসেন তালুকদার মৃত্যুবরণ করেন। ২৮ অক্টোবর ওই আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশনকে চিঠি দেয় সংসদ সচিবকালয়।
ওই আসনে মোট ভোটার ৩ লাখ ৩১ হাজার ৩শ ৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৪ হাজার ৫৩৯ জন। মহিলা ভোটার ১ লাখ ৬ হাজার ৭শ ৯৭ জন।