ঢাকামঙ্গলবার , ১১ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

কামারুজ্জামানের রায় কার্যকরে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে সরকার

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ১১, ২০১৪ ১১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

Law-ministerনিজস্ব প্রতিবেদক : ‘একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের নেতা মোহাম্মদ কামারুজ্জামানের রায় কার্যকরের বিষয়ে সরকার সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছে’ বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও স্বরাষ্ট্র সচিব মোজাম্মেল হকের সাথে অনির্ধারিত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। বৈঠকে অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুল হক উপস্থিত ছিলেন।
কামারুজ্জামানের আইনজীবী মোহাম্মদ শিশির মনির রোববার জানিয়েছেন, রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পেলেই তারা রিভিউ পিটিশন করবেন।
গত ২ নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কামারুজ্জামানকে অভিযুক্ত করে ফাঁসির দণ্ডদেশ প্রদান করে। এর আগে গত বছরের ৯ মে কামারুজ্জামানের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেন মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনালের এ রায়ের বিরুদ্ধে ওই বছরের ৬ জুন আপিল করেন কামারুজ্জামান।
তবে দুই মন্ত্রীর অনির্ধারিত বৈঠকে কামারুজ্জামানের দণ্ডাদেশের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে দাবি করেছেন আইনমন্ত্রী।
তিনি জানান, তাদের বৈঠকটি ছিল দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। যা নিয়ে ‘সন্তুষ্টি’ প্রকাশ করেন আনিসুল হক। এছাড়া বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেলে থাকা গুরুত্বপূর্ণ মামলা নিষ্পত্তি নিয়েও আলোচনা হয় বলে জানান মন্ত্রী।