ঢাকামঙ্গলবার , ১১ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

প্রতি জেলায় হাইকোর্ট

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ১১, ২০১৪ ১১:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

hasina-9
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সাধারণ মানুষের সুবিধার্থে দেশের প্রতিটি জেলায় হাইকোর্ট ও পার্ক নির্মাণ করা হবে। আর রাজধানী হবে তার কেন্দ্র।’
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে উদ্যোক্তা সম্মেলনে বক্তব্য দেয়ার সময় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা পরনির্ভরশীলতা থেকে বের হয়ে আসতে চাই। এ লক্ষ্যে আমাদের সরকার কাজ করে যাচ্ছে।’
নানা ক্ষেত্রে সরকারের সফলতা তুলে ধরে তিনি বলেন, ‘কৃষকের ঘরে আজ মোবাইল ফোন। কৃষকরা ঘরে বসেই তাদের প্রয়োজনীয় তথ্য পেয়ে যাচ্ছেন। ইউনিয়নে বসেই মানুষ সারাদেশের তথ্য পেয়ে যাচ্ছে। এখন আর তাদের ছোটখাটো কাজের জন্য রাজধানীতে ছুটে আসতে হয় না।’
‘প্রযুক্তি ব্যবহার করে আজ দেশে বসেই বিদেশের কাজ করে অর্থ উপার্জন করা সম্ভব হচ্ছে। বিদেশে বসেও আমাদের প্রবাসীরা প্রযুক্তি ব্যবহার করে নিজেদের লোকদের সঙ্গে কথা বলতে পারছেন।’
শেখ হাসিনা বলেন, ‘প্রথমবার সরকারে এসে আমরা ১০ হাজার স্কুলে কম্পিউটার দেয়ার দিদ্ধান্ত নিয়েছিলাম। নেদারল্যান্ডস সরকার এক্ষেত্রে সহায়তা দিতে চেয়েছিল।’