বিনোদন ডেস্ক : ও আমার উড়ালপঙ্খীরে, একটা ছিলো সোনার কন্যা, হুমায়ুন আহমেদের লেখা অন্যতম জনপ্রিয় দু’টি গান। গানগুলো গেয়েছেন সংগীতশিল্পী সুবীর নন্দী। অন্যদিকে চান্নি পসর রাইতে, আমি আজ ভেজাব চোখ, নদীর নাম ময়ূরাক্ষী গানগুলো জনপ্রিয় হয়েছে এস আই টুটুলের কণ্ঠে। গান করতে গিয়ে হুমায়ূন আহমেদের সঙ্গে বেশ সখ্যতাও গড়ে উঠেছিল এই দুই শিল্পীর।
গানগুলো সৃষ্টির গল্প অনেকেরই অজানা। সেই গল্প নিয়ে এবার দর্শকদের সামনে আসছেন সুবীর নন্দী ও এস আই টুটুল। হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের বিশেষ আয়োজন ‘ও আমার উড়ালপঙ্খীরে’ অনুষ্ঠানে গানগুলো পরিবেশনের পাশাপাশি সৃষ্টির পেছনের গল্পও বলবেন তারা। হুমায়ূন আহমেদের সহধর্মিনী মেহের আফরোজ শাওনের উপস্থাপনায় এ অনুষ্ঠান প্রচারিত হবে ১৩ নভেম্বর বিকাল ৫টা ২ মিনিটে।
কবির বকুলের গ্রন্থণা ও পরিকল্পনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাইফুল ইসলাম।