ঢাকামঙ্গলবার , ১১ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-মস্কো ফ্লাইট চালুর আগ্রহ

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ১১, ২০১৪ ১১:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

2নিজস্ব প্রতিবেদক : রাশিয়া বাংলাদেশের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চালু করার জন্য আগ্রহ প্রকাশ করেছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজেন্ডার এ নিকোলায়েভ সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানান।
মেনন বলেন, ‘বাংলাদেশ ও রাশিয়া বন্ধুপ্রতীম দুটি দেশ এক ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ। তিনি মহান স্বাধীনতা সংগ্রামসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশে রাশিয়ার অবদান গভীর কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করে বলেন, রাশিয়া বাংলাদেশের এক অকৃত্রিম বন্ধু।’
তিনি পর্যটনখাতসহ দেশের বিভিন্নখাত বিনোয়োগের অপার সম্ভাবনাময় উল্লেখ করে বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য খুবই সম্ভাবনাময় একটি দেশ।
রাষ্ট্রদূত বাংলাদেশের জ্বালানি খাত বিশেষ করে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন এবং আনবিক বিদ্যুৎ কেন্দ্রে পরিচালনায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাশিয়ার উদ্যোগে পারমানবিক বিভাগ চালু এবং এ বিভাগের শিক্ষার্থীদের জন্য রাশিয়া সরকারের বৃত্তি প্রবর্তনের উল্লেখ করে বলেন, ‘রাশিয়া বাংলাদেশের অগ্রগতিতে সহযোগিতা করতে উৎসাহবোধ করে।’
বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী ঢাকা-মস্কো সরাসরি বিমান চলাচল সম্ভাবতা যাচাইয়ের পর বিষয়টি বিবেচনার জন্য রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন।