ঢাকামঙ্গলবার , ১১ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

শাহরুখের সঙ্গে জয়ার সেলফি

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ১১, ২০১৪ ১২:০৮ অপরাহ্ণ
Link Copied!

jayaবিনোদন ডেস্ক : ১০ নভেম্বর কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে উদ্বোধন হলো ২০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। আর এ উৎসবে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেন অভিনেত্রী জয়া আহসান। আর সেখানে গিয়েই এ অভিনেত্রীর সঙ্গে দেখা হয় বলিউড কিং শাহরুখ খানের সঙ্গে। দু’জনার কুশল বিনিময় হয়। সেই মুহূর্তটাকে স্মৃতিময় করে রাখতে এই অভিনেত্রী বলিউড কিং এর সঙ্গে সেলফি তুলে সেটা শেয়ার করেন তার ফেসবুকে। এটাই জয়ার সঙ্গে শাহরুখ খানের প্রথম সাক্ষাৎ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উদ্যোগে আয়োজিত কলকাতা চলচ্চিত্র উৎসবে বলিউড টলিউডের একঝাঁক তারকা উপস্থিত ছিলেন। এই উৎসবে এবার বাংলাদেশের চলচ্চিত্র হিসেবে শিশু বিভাগে আশরাফ শিশিরের ‘গাড়িওয়ালা’ ছবিটি প্রদর্শিত হবে।
কলকাতার অ্যাম্বাসাডর শাহরুখ খান থেকে শুরু করে বচ্চন পরিবার উপস্থিত হয়েছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে। অনুষ্ঠানে অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, অভিষেক ও ঐশ্বরিয়া বক্তৃতা দেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, মাধবী মুখোপাধ্যায়, তনুজা, তানিশাও উপস্থিত ছিলেন।