ঢাকামঙ্গলবার , ১১ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

ফুটবল উন্নয়নের তহবিল সংগ্রহে লটারি

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ১১, ২০১৪ ১২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

photo-2-1
স্পোর্টস ডেস্ক : অর্থনৈতিক সংকট কাটাতে লটারির আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।  উদিয়মান ফুটবলার অন্বেষণ ও গড়ে তোলার কাজে ব্যায় হবে লটারি থেকে প্রাপ্ত অর্থ।  মঙ্গলবার বাফুফে ভবনে আনুষ্ঠানিকবাবে শুরু হয় লটারি বিক্রির কার্যক্রম।
মঙ্গলবার বেলা ১২ টায় মতিঝিলের বাফুফে ভবনের ৩য় তলার কনফারেন্স রুমে লটারী টিকেট বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়।  ২০ টাকা মূল্যে বিক্রি হবে ‘বাফুফে জাতীয় লটারি ২০১৪’  প্রতিটি টিকিট।   ড্র অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর।  ড্রয়ের অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সরাসরি টিভিতে প্রচার করা হবে।
এজেন্ট বা বিক্রয় প্রতিনিধির কাছ থেকে ক্রয় করা যাবে এই টিকিট।  হকারদের মাধ্যমেও ছড়িয়ে যাবে লটারির টিকিট।  এছাড়া যে কোন কোম্পানির মোবাইল অপারটন থেকে ক্রয় করা যাবে লটারির টিকিট।  টিকিট ক্রয় করার নিয়ম: ‘bff’ লিখে ১৬৩২৯ নাম্বারে পাঠাতে হবে।  সঙ্গে সঙ্গে মোবাইলে টিকিটের নাম্বার চলে আসবে গ্রাহকের মোবাইলে।
প্রথম পুরস্কার ৩০ লাখ টাকা ও দ্বিতীয় পুরস্কার ৫ লাখ টাকা।  এছাড়া লটারির মাধ্যমে আরও ছয়টি পুরস্কার দেয়া হবে।  বাফুফের নিয়ন্ত্রণে রেখে টিকিট বিক্রির দায়িত্ব দেয়া হয়েছে বিপণন প্রতিষ্ঠান জেকে ইন্টারন্যাশনালকে।  লভ্যাংশের ৪০ শতাংশ পাবে প্রতিষ্ঠানটি, বাকি টাকা বাফুফের।   বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, ‘ ফেডারেশন আনুমানিক এক কোটি টাকা পাওয়া যাবে লটারি থেকে। ’
উদ্বোধনী অনুষ্ঠানে ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হাসানুল হক ইনু এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী আরিফ খান জয়, বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনসহ আরও অনেকে।