নিজস্ব প্রতিবেদক : দশম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টা ২ মিনিটে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। চতুর্থ অধিবেশন চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।
এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহবান করেন।
বৃহস্পতিবার সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভায় এ অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম চূড়ান্ত করা হয়। বিকেল ৩টায় কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেয়া হয়।
এ অধিবেশনের জন্য সংসদের আইন শাখায় ১০টি বিল জমা রয়েছে। এর মধ্যে একটি নতুন বিল হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ (বিশেষ বিধান) (সংশোধন) বিল ২০১৪।
এছাড়া স্পিকারের সিপিএর চেয়ারপারসন ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর আইপিইউয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় ধন্যবাদ প্রস্তাব উত্থাপন ও এ নিয়ে আলোচনা হতে পারে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় ২৯ জানুয়ারি। এরই মধ্যে তিনটি অধিবেশন শেষ করেছে জাতীয় সংসদ। এর মধ্যে ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট অধিবেশনও ছিল। গত ১৮ সেপ্টেম্বর দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়।