ঢাকাবৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রের প্রশ্রয়প্রাপ্তরাই মানবাধিকার লঙ্ঘন করছে

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ১৩, ২০১৪ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

1নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রের আনুকূল্যে থাকা ব্যক্তিরাই মানবাধিকার লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্চে আইন ও সালিশ কেন্দ্র (আসক) আয়োজিত জাতীয় মানবাধিকার কার্যক্রম সম্পর্কীত প্রতিবেদন প্রকাশ এবং আলোচনা সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, ‘মানবাধিকার লঙ্ঘনকারীরা হতে পারেন রাজনৈতিক ব্যক্তিত্ব, হতে পারেন প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য।’
মিজানুর রহমান বলেন, ‘জাতীয় মানবাধিকার কমিশনের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পেলেও আইনের দুর্বলতা এবং পর্যাপ্ত লোকবলের অভাবে যথাযথভাবে কাজ করতে পারছি না।’
আমাদের সমাজে আইনের শাসন নেই উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা একটি সুপারিশমূলক প্রতিষ্ঠান। আমরা সরকারের কাছে সুপারিশ করতে পারি। কিন্তু মানা না মানা তাদের কাজ। তবে যে সমাজ আইনের শাসন দ্বারা পরিচালিত সে সমাজে মানবাধিকার কমিশনের সুপারিশ গুরুত্ব দেয়া উচিৎ। তাই মানবাধিকার কমিশনের দুর্বলতাগুলো কীভাবে কাটিয়ে উঠা যায় সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হয়েছে।’
জাতীয় মানবাধিকার কমিশন এবং পুলিশ প্রশাসন মুখোমুখি কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের সঙ্গে পুলিশের কোনো বিরোধ নেই। তবে অপরাধীদেরও যে মানবাধিকার থাকে সেটা অনেকেই বুঝতে চায় না।’
সভাপতির বক্তব্যে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ড. সুলতানা কামাল বলেন, ‘রাজনৈতিক কারণে জাতীয় মানবাধিকার কমিশন পূর্ণ স্বাধীনতা পাচ্ছে না। সীমিত ক্ষমতা নিয়ে বাংলাদেশের মানবাধিকার কমিশন যে কাজ করছে তা অবশ্যই প্রশংসনীয়। মানুষ বিচার পায় না বলেই মানবাধিকার কমিশনের প্রতি প্রত্যাশা অনেক বেড়ে গেছে। তাই রাষ্ট্রকে এ কমিশনের প্রতি তার দায়িত্ব পালন করতে হবে।’