ঢাকাবৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

অক্টোবরে মূল্যস্ফীতি কমেছে

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ১৩, ২০১৪ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

Lotas kamalনিজস্ব প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল জানিয়েছেন, চলতি বছরের অক্টোবরে সাধারণ মূল্যস্ফীতির হার দশমিক ২৪ শতাংশ কমেছে। চলতি বছরের অক্টোবর মাসে মূল্যস্ফীতির হার কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৬০ শতাংশ। যা সেপ্টেম্বর মাসে ছিল ৬ দশমিক ৮৪ শতাংশ। তবে গত বছরে অক্টোবরে মূল্যস্ফীতি হার ছিল ৭ দশমিক ০৩ শতাংশ।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘অক্টোবরে খাদ্য ও খাদ্য বর্হিভূত উপ-খাতে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে শতকরা ৭ দশমিক ১৬ ও ৫ দশমিক ৭৪ ভাগ। যা সেপ্টেম্বরে ছিল ৭ দশমিক ৬৩ ও ৫ দশমিক ৬৩ ভাগ।’
মূল্যস্ফীতির কমের কারণ হিসেবে তিনি বলেন, ‘আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কমার কারণেই মূল্যস্ফীতির হার কমেছে।’
তিনি আরো বলেন, ‘আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেল, পেট্রোলিয়াম, চিনিসহ ১৮টি পণ্যের দাম কমেছে।’
গত ৬ মাসে আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্য ১৯ শতাংশ কমেছে বলে জানান মন্ত্রী।
মোস্তফা কামাল বলেন, ‘আমরা ভারত থেকে অনেক পণ্য আমদানী করি। ভারতে বেশিরভাগ পণ্যের মূল্য কমে যাওয়ায় মূল্যস্ফীতি কমেছে। ভারতে মূল্যস্ফীতি বর্তমানে ৬ দশমিক ৬০ শতাংশ। ভারতের সঙ্গে আমাদের মূল্যস্ফীতির মিল আছে।’
মূল্যস্ফীতি কমলেও স্থানীয় বাজারে প্রভাব না পড়ার কারণ জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাজারে তিন মাস আগে পণ্যমূল্য কমলে আমাদের দেশে তা তিনমাস পর প্রভাব পড়ে।’
জাতীয় সূচক ও মূল্যস্ফীতির হার উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘অক্টোবরে গ্রামীণ পর্যায়ে, সাধারণ পয়েন্টে টু পয়েন্টের ভিত্তিতে মূল্যস্ফীতি হয়েছে শতকরা ৬ দশমিক ৪৯ ভাগ যা সেপ্টেম্বরে ছিল ৬ দশমিক ৭৫ ভাগ। খাদ্য ও খাদ্য বর্হিভূত উপখাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে শতকরা ৭ দশমিক ১১ ও ৫ দশমিক ৩৬ ভাগ যা সেপ্টেম্বরে শতকরা ৭ দশমিক ৫২ ও ৫ দশমিক ৩১ ভাগ ছিল।’
শহর সূচক ও মূল্যস্ফীতি তুলে ধরে মোস্তফা কামাল বলেন, ‘শহর পর্যায়ে, সাধারণ পয়েন্ট টু পয়েন্টের ভিত্তিতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে শতকরা ৬ দশমিক ৭৯ ভাগ যা সেপ্টেম্বরে ছিল ৭ দশমিক ০২ ভাগ। অক্টোবরে খাদ্য ও খাদ্য বহির্ভূত উপখাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭ দশমিক ২৭ ও ৬ দশমিক ২৬ ভাগ, যা ২০১৪ সালের সেপ্টেম্বরে ছিল ৭ দশমিক ৮৮ ও ৬ দশমিক ০৭।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক গোলাম মুস্তফা কামাল, পরিসংখ্যান ব্যুরোর সচিব সুরাইয়া বেগম ও পরিকল্পনা সচিব ভূইঁয়া সফিকুল ইসলাম প্রমুখ।