ঢাকাবৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটিতে হরতাল পালিত

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ১৩, ২০১৪ ৩:০২ অপরাহ্ণ
Link Copied!

HARTAL-RANGAMATIরাঙামাটি প্রতিনিধি : লংগদু থেকে অপহৃত ৩ বন কর্মকর্তা-কর্মচারীকে উদ্ধারের দাবিতে বাঙালীদের সংগঠন পার্বত্য যুব ফ্রন্টের ডাকে রাঙামাটিতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল শান্তিপূর্ণ ভাবেই শেষ হয়। হরতালের সমর্থনে শহরে পিকেটিং করে সংগঠনের নেতাকর্মীরা। তবে জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীদের বহনকারী যানবাহন হরতালের আওতামুক্ত থাকে।
হরতালের কারণে রাঙামাটি শহরে দোকান পাট বন্ধ থাকে। দুর পাল্লার লঞ্চ ও বাস চলাচল বন্ধ ছিল। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপুর্ণ স্থানে পুলিশ মোতায়েন করে প্রশাসন।
এর আগে মঙ্গলবার শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সন্মেলনে অপহৃত তিন বন কর্মকর্তা-কর্মচারীকে বুধবারের মধ্যে উদ্ধার করা না হলে বৃহস্পতিবার রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয় পার্বত্য যুব ফ্রন্ট।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর বৃহস্পতিবার রাঙামাটি জেলার লংগদু উপজেলার কাট্টলীর খারিকাবা এলাকায় জোতবাগান পরিদর্শনে যান ৭ বন কর্মকর্তা-কর্মচারী। সেখান থেকে একদল দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তিন জনকে অপহরণ করে বাকি ৪ জনকে ছেড়ে দেয়।
অপহৃতরা হলেন- পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক ফরিদ মিয়া, ফরেস্ট রেঞ্জার কর্মকর্তা রবিউল হোসেন ও ফরেস্টার বিবর্তন চাকমা।