ঢাকাশুক্রবার , ১৪ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

মাফিয়া চক্রের সদস্য ৩ কেজি স্বর্ণসহ আটক

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ১৪, ২০১৪ ৯:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

Airportনিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইভিত্তিক মিনি মাফিয়া চক্রের সদস্য মহেশ কুমারকে (৪৬) তিন কেজি স্বর্ণসহ আটক করেছে বিমানবন্দর কাস্টমস হাউজ কর্তৃপক্ষ।
শুক্রবার বেলা ১১টার দিকে তাকে আটক করা হয়। ফ্ল্যাইট দুবাইয়ের এফজেড-৫৮৩ নং ফ্ল্যাইটযোগে ওই ব্যক্তি দুবাই থেকে ঢাকায় আসেন। বিশেষ কৌশলে স্বর্ণের পাত দিয়ে লাগেজের বর্ডার বানিয়ে স্বর্ণগুলো পাচারের চেষ্টা করা হচ্ছিল।
আটককৃত মহেশ কুমার (৪৬) একজন ভারতীয় নাগরিক। তবে তিনি সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বসবাস করেন। ইউএই’তে তিনি একজন বিজনেস পার্সন হিসেবে বসবাসের অনুমতিপ্রাপ্ত। ইউএই’তে তার মিনিস্ট্রি ইন্টেরিয়য়ের এন্ট্রি পারমিট নং ৪৩৯২৫০৮৬/২০১৪/২১০।
বিমানবন্দরের কাস্টমস হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা (প্রিভেনটিভ) মো. মোস্তফা জামাল জানান, আটককৃত ব্যক্তি স্বর্ণের বার গলিয়ে জিআই তারের মত পাত বানিয়ে তা দিয়ে লাগেজের বর্ডার বানিয়ে পাচারের চেষ্টা করছিলেন। যে কেউ দেখলে বুঝবে সেটা লাগেজেরই অংশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়।
তিনি আরো জানান, মহেশ কুমার আরব আমিরাতে বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে বসবাসের অনুমতিপ্রাপ্ত। কিন্তু তিনি ওই ব্যবসার আড়ালে স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে সম্পৃক্ত। এই চক্রটির কাছে স্বর্ণ গলানোর মেশিন আছে। যা দিয়ে তারা স্বর্ণের বার গলিয়ে বিভিন্ন আকৃতি দিয়ে তা পাচার করে। মহেশ কুমার দুবাইভিত্তিক মিনি মাফিয়া চক্রের সদস্য বলে দাবি করেন তিনি।
আটককৃত মহেশ কুমার ভারতের মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা। এর আগেও তিনি বহুবার বাংলাদেশে এসেছিলেন।