ঢাকাসোমবার , ১ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ১, ২০১৪ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

roushon-ershad

নিজস্ব প্রতিবেদক
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। ঘরে মানুষ খুন হচ্ছে, ডোবায় লাশ পাওয়া যাচ্ছে। এ অবস্থা হলে মানুষ কোথায় যাবে?
জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রীর কাছে এমন প্রশ্ন রাখেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। সোমবার দশম সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম কার্যদিবসে তিনি এ প্রশ্ন করেন।
রওশন বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি হঠাৎ করেই অনেক বেশি খারাপের দিকে যাচ্ছে। ফারুকী বাড়িতে খুন হলেন। পরদিন তিনজন খুন হয়েছে। আমরা বাইরে কোনো বিশৃঙ্খলা দেখলে ঘরে ফিরি। ঘরকে নিরাপদ আশ্রয় মনে করি। কিন্তু ঘরও এখন নিরাপদ না।’
প্রধানমন্ত্রীর কাছে তিনি প্রশ্ন রেখে বলেন, ‘দেশে এখন খুন, গুম, হত্যা হলে কারও শাস্তি হয় বলে মনে হয় না। সুশাসন প্রতিষ্ঠিত না হলে, আইনের প্রতি শ্রদ্ধাবোধ না থাকলে এগুলো ঘটতেই থাকবে। কেন এগুলো হচ্ছে আমরা জানতে চাই।’
ময়মনসিংহকে বিভাগের দাবি
চারটি জেলা নিয়ে ময়মনসিংহকে বিভাগ করার দাবি জানিয়েছেন রওশন এরশাদ। তিনি বলেন, ‘আমি কিশোরগঞ্জকে চাই না। জামালপুর, শেরপুর, নেত্রকোণা ও ময়মনসিংহ নিয়ে বিভাগ করলেই হবে। ওই অঞ্চলের মানুষের এটা জোর দাবি।’
তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘আপনাকে এটা করতে হবে। এটা আমাদের দাবি। এটা রাখতেই হবে।’
বিরোধীদলীয় নেতার এমন দাবিতে সংসদে হাস্যরসের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীসহ সরকারদলীয় অনেক সদস্য তার এমন দাবিতে হেসে ওঠেন। এমনকি জাতীয় পার্টির সদস্যরাও তাদের হাসি থামাতে পারেননি।
১৫ জেলায় ১৫ লাখ লোক গৃহহীন
বন্যা পরিস্থিতি নিয়েও আলোচনা করেন রওশন। তিনি বলেন, ‘বন্যা পরিস্থিতি এবার যেনো বেশি খারাপ হয়েছে। ১৫ জেলা ১৫ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। যা ত্রাণ দেয়া হয়েছে, তাতে হচ্ছে না। আরও অনেক ত্রাণ দরকার।’
বন্যা পরিস্থিতির উত্তোরণের জন্য সর্বমহলের সঙ্গে আলোচনা করে সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি। এজন্য বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার দাবি জানান বিরোধী দলীয় নেতা।
সংসদে ভুয়া মেজর নিয়ে প্রশ্ন
সম্প্রতি সংসদ এলাকায় ভুয়া মেজর ধরা পড়ার বিষয়ে আলোচনা করেন রওশন। তিনি বলেন, ‘সংসদ হলো সবচেয়ে বেশি নিরাপদ জায়গা। সেখানে ভুয়া মেজর একবছর ধরে থেকেছে। অথচ এখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আসা যাওয়া করেন। সেখানে ভুয়া মেজর কীভাবে এক বছর ধরে আসা যাওয়া করতে পারে।’
এতে সংসদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে উল্লেখ করে রওশন বলেন, ‘এমনটি ঘটলে দেশের মানুষের নিরাপত্তা কীভাবে দিবো?’
সম্প্রচার নীতিমালার জন্য কমিশন
জাতীয় সম্প্রচার নীতিমালার জন্য একটা কমিশন গঠন করা গেলে আর বিতর্ক হবে না বলে মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা।
তিনি বলেন, ‘সবার সঙ্গে আলোচনা করে এ নীতিমালা প্রণয়ন, পরিবর্তন, পরিবর্ধন করা উচিৎ। তাহলে সেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে।’
এ ছাড়াও তিনি পিনাক-৬ লঞ্চ দুর্ঘটনার বিষয়টি আলোচনায় তুলে আনেন। রেলক্রসিংগুলোকে ‘মরণ ফাঁদ’ আখ্যায়িত করে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার দাবি জানান। সব ধরনের দুর্ঘটনা রোধে সংশ্লিষ্টদের সচেতন হওয়ার দাবিও জানান রওশন।