ঢাকাশুক্রবার , ১৪ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতিকে তুরিন আফরোজের অনুরোধ

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ১৪, ২০১৪ ১২:১১ অপরাহ্ণ
Link Copied!

turinনিজস্ব প্রতিবেদক : মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ক্ষমা প্রদর্শনের ক্ষমতা রাষ্ট্রপতির রয়েছে। তবে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ক্ষেত্রে সেই ক্ষমতা প্রয়োগ না করার জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুন্যালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ব্যারিস্টার তুরিন আফরোজ।
শুক্রবার বিকেলে রাজধানীর রেডিসন হোটেলে ‘মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের ভাব-আদর্শ যারা ধারণ করে তাদেরও বিচার হওয়া উচিৎ। আজকে যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য অনেকেই কথা বলছেন। কিন্তু আমরা বলতে চাই, যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই শেষ হবে।’
তিনি আরো বলেন, ‘বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড বাতিলের আহ্বান জানাচ্ছে। কিন্তু আমেরিকা, চীনসহ বিশ্বের জনবহুল দেশসমূহে এখনও মৃত্যুদণ্ড চালু রয়েছে।’
অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন ‘সুচিন্তা’র আহ্বায়ক মোহাম্মদ এ আরাফাত, প্রধানমন্ত্রীর পুত্র ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, কাজী খলিকুজ্জামান, চিত্রশিল্পী হাসেম খান প্রমুখ।