ঢাকাশুক্রবার , ১৪ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

পেঁয়াজ, রসুন ও ডিমের দাম বেড়েছে

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ১৪, ২০১৪ ১২:১৬ অপরাহ্ণ
Link Copied!

5নিজস্ব প্রতিবেদক :  রাজধানীর কাঁচাবাজারগুলোতে বিভিন্ন পণ্যের দাম ধারাবাহিকভাবে কমছে। তবে ডিম, পেঁয়াজ, রসুনের দাম আগের সপ্তাহের চেয়ে বেড়েছে। শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এমনটিই জানা গেছে।
রাজধানীর কয়েকটি খুচরা বাজারে গিয়ে দেখা গেছে, প্রতি হালি ব্রয়লার মুরগির লাল ডিমের দাম ৩০ টাকা, সাদা ৪০ টাকা, হাসের ডিম ৪৪ টাকায় বিক্রি হচ্ছে। আগের সপ্তাহের চেয়ে প্রতি হালি ডিম ৪ থেকে ৫ টাকা বেড়েছে।
অপরদিকে পেঁয়াজের দাম প্রতি কেজি ৪২ থেকে ৪৫ টাকা, রসুন ৮০ টাকা থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। যা আগের সপ্তাহের চেয়ে কেজিতে ৫ টাকা থেকে ১০ টাকা বেড়েছে।
এছাড়া কাঁচাবাজারে প্রতি কেজি সিম ২৫ থেকে ৩০ টাকা, পেঁপে ১০ থেকে ১৫ টাকা, করলা ২৫ থেকে ৩০ টাকা, শশা ২০ থেকে ২৫ টাকা, জলপাই ২৫ থেকে ৩০ টাকা, টমেটো ৫০ থেকে ৬০ টাকা, গাজর ৪০ থেকে ৫০ টাকা, পটল ২৫ থেকে ৩০ টাকা, ফুলকপি প্রতিটি ২০ থেকে ২৫ টাকা, বাঁধাকপি ২০ থেকে ২৫ টাকা, কুঁমড়া ৩০ থেকে ৪০ টাকা, মুলা ২০ থেকে ৩০ টাকায়, বেগুন ৪০ থেকে ৫০ টাকা, জলপাই ২৫ থেকে ৩০ টাকায়, ঢেড়স ২৫ থেকে ৩৫ টাকা, শশা ২৫ থেকে ৩০ টাকা, বরবটি ২৫ থেকে ৩৫ টাকা, মরিচ ৪০ থেকে ৫০ টাকা, লাউ প্রতিটি (ছোট) ৪০ থেকে ৪৫ টাকা, লাউ (বড়) ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। এসব পণ্য পাইকারী বাজার থেকে প্রতি কেজিতে ৫ থেকে ১৫ টাকা বেশিতে বিক্রি করতে দেখা গেছে।
এছাড়া খুচরা বাজারে সবুজ শাক আটি ৫ টাকা, লাউ শাক ১০ টাকা, লাল শাক ৫ টাকা, মুলা শাক ৫ টাকা, পুঁইশাক ১০ থেকে ১৫ টাকা, ডাটা ১০ থেকে ১৫ টাকা, কলমি শাক ৫ টাকায় বিক্রি হচ্ছে।
খুচরা বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস ২৮০ টাকা থেকে ৩০০ টাকা ও খাসির মাংস ৪৮০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
যাত্রাবাড়ী, স্বামীবাগ, খিলগাঁও, শান্তিনগর, সেগুনবাগিচা, হাতিরপুলসহ বেশ কয়েকটি বাজারের ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে শীতের সবজি আমদানি বাড়ছে। ফলে এসব পণ্যের দাম কমতির দিকে।
ডিমের দাম বাড়ার বিষয়ে খিলগাঁও বাজারের ব্যবসায়ি আমিনুল ইসলাম জানান, আগে গরম ছিল বলে ডিমের দাম কিছুটা কম ছিল। এখন শীত শুরু হওয়ার কারণে ডিমের দাম বেড়েছে। আবার শীত বেশি হলে ডিমের দাম কিছুটা কমবে বলে জানান তিনি।
এ বিষয়ে শান্তিনগর কাঁচাবাজার ব্যবসায়ি সমিতির নেতা ইসমাইল হোসেন জানান, পণ্য আমদানি এখন স্বাভাবিকভাবে বাড়ছে। তাই বিভিন্ন পণ্যের দাম কমতে শুরু করেছে। আমদানি স্বাভাবিক ভাবে থাকলে কাঁচা পণ্যের দাম আরো কমবে বলে জানান তিনি। তবে পেঁয়াজ রসুনের পাইকারী বাজার বাড়তি থাকায় খুচরা বাজারে এর প্রভাব পড়েছে বলে জানান তিনি।