নিজস্ব প্রতিবেদক : ‘দেশের অর্থনৈতিক ও সামগ্রিক উন্নয়নে শুধু বর্তমান নয়, ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। আমরা দেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে চাই। তাই যুবকদের উন্নয়ন করতে হবে।’
শনিবার সকালে ‘ইয়ং বাংলা’ আয়োজিত এক সভায় এমন বক্তব্য দেন প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
তিনি বলেন, ‘আমরা হাজার হাজার যুবককে কর্মক্ষেত্রে নিয়োগ করেছি। গত বছর ৫০ হাজার যুবকের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। কারণ তরুণরাই দেশের ভবিষ্যৎ।’
জয় দাবি করে বলেন, ‘গত ৫ থেকে ৬ বছর আগে আমাদের দেশে চাকরির অভাব ছিল। যুবকদের পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব ছিল। আওয়ামী লীগ সরকার গত ৫ বছরে যুব সমাজের উন্নয়নে কাজ করেছে। কর্মক্ষেত্রের বিভিন্ন সেক্টরে যুবকদের নিয়োগ দিয়েছে। শুধু আগামী ৫ বছর নয়, আগামী ২০৪১ সালের মধ্যে দেশের আর্থনৈতিক উন্নয়নের যে পরিকল্পনা রয়েছে তা বাস্তবায়নে কাজ করতে হবে।’
জয় আরো বলেন, ‘দেশের যুব সমাজের উন্নয়নে সরকারে পক্ষ থেকে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতিমধ্যে কাজও শুরু হয়ে গেছে।’
তিনি বলেন, ‘সরকার দেশের অর্থনীতিকে একটা লেভেলে নিয়ে যাবে। কিন্তু বাকিটা করতে হবে প্রাইভেট প্রতিষ্ঠানগুলোকে। এজন্য শুধু কর্মসংস্থান সৃষ্টি নয়, আমরা চাই তরুণরা নিজেদের পায়ে দাঁড়াক। তাই তরুণ উদ্যোক্তাদের জন্য বিভিন্ন ব্যাংকে ঋণের সুযোগ সৃষ্টি করা হয়েছে। তারা ইচ্ছা করলেই সেখান থেকে ঋণ নিয়ে কাজ শুরু করতে পারবে।’