বিনোদন ডেস্ক : প্রায় দেড় বছর পর পর্দায় হাজির হতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় তরুণ অভিনেতা নিরব। ২৮ নভেম্বর ঢাকাসহ সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন চলচ্চিত্র ‘চার অক্ষরের ভালোবাসা’। এ ছবিতে নিরবের নায়িকা হিসেবে রয়েছেন পপি। এ ছবির মাধ্যমে দীর্ঘদিন পর পপিও ফিরছেন বড় পর্দায়।
জাকির খানের পরিচালনায় এ ছবিতে আরো অভিনয় করেছেন ফেরদৌস, কাবিলা, সুচরিতা প্রমুখ।
ছবিটি নিয়ে নিরব বলেন, ‘নানা কারণেই ছবিটি মুক্তি পেতে একটু সময় লেগেছে। তবে আমার দর্শকরা আমাকে এই ছবিতে নতুন ভাবেই দেখবেন। ছবিটি সবার ভালো লাগবে।’
ত্রিভূজ প্রেমের গল্ব নিয়েই ছবিটির গল্প বিস্তার হয়েছে বলেও জানান নিরব। নিরব অভিনীত সর্বশেষ ছবি ছিল শফিকুল ইসলাম সোহেলের পরিচালনায় ‘তোমার মাঝে আমি’। এতে নিরবের নায়িকা ছিলেন তমা মির্জা।