ঢাকাশনিবার , ১৫ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

কলকাতা যাচ্ছেন না.গঞ্জের ১৩ ফটোগ্রাফার

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ১৫, ২০১৪ ১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

NPC-1-2finalনারায়ণগঞ্জ প্রতিনিধি : ভারতের কলকাতায় একটি ফটো প্রদর্শনীতে স্থান পাচ্ছে নারায়ণগঞ্জের ১৩ জন ফটোগ্রাফারের ২২টি ছবি। আগামী ২০ নভেম্বর কলকাতার গ্যালারি গোল্ড নামের একটি ভেন্যুতে শুরু হচ্ছে প্রদর্শনী। চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।
দুই দেশের সৌহার্দ্য ও সম্প্রীতিকে শ্রদ্ধা জানাতে ক্লিক স্টার্ট ফ্রম কালিঘাট (সিএসএফকে) ও নারায়ণগঞ্জ ফটোগ্রাফিক ক্লাব (এনপিসি) যৌথভাবে প্রদর্শনীর আয়োজন করেছে। মূল প্রতিপাদ্য বিষয় ‘বঙ্গালিঙ্গনে মানবদর্শন’।
প্রদর্শনীতে যোগ দিতে কলকাতা যাবে ওই ১৩ জন ফটোগ্রাফার। ইতোমধ্যে তাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অংশগ্রহণকারীদের মতে, যৌথ এ আয়োজন নারায়ণগঞ্জবাসীর জন্য একটি বড় অর্জন।
এনপিসি সভাপতি জয় কে রায় চৌধুরী বাপ্পী জানান, এনপিসির ১৩ জনের তোলা ২২টি ছবি যৌথ প্রদর্শনীতে স্থান পাচ্ছে। এছাড়া কলকাতার ফটোগ্রাফি সংগঠন ‘সিএসএফকে’ এর আরো ৩৫টি ছবিও থাকছে প্রদর্শনীতে। কলকাতা ও নারায়ণগঞ্জের এ যৌথ প্রদর্শনী এই প্রথম।
ফটোগ্রাফিতে এনপিসি থেকে স্থান পাওয়া ১৩ জন ফটোগ্রাফার প্রদর্শনীর আগেই পৌঁছাবেন কলকাতায়। তারা হলেন – কেএম আসাদ, ইউসুফ শাহরিয়ার মোন্তাকিম, অনিক রহমান, জয় কে রায় চৌধুরী, কমর উদ্দিন আহমেদ, ইকবাল আলী, মাসুদ পারভেজ, নিজামউদ্দিন, শাহনাজ পারভীন, শুভ্র সরকার, মুসফিকুল আলম, নাদিয়া ইসলাম নিতুল ও খোরশেদ আলম।
‘সিএসএফকে’এর প্রতিষ্ঠাতা জয়দীপ মুখার্জি জানান, ‘দুই বাঙলার মধ্যে এ আয়োজন করতে পেরে আমরাও খুশি। আশা করি প্রদর্শনীতে সকলকে আকৃষ্ট করতে সক্ষম হবে। বাংলাদেশিদের প্রদর্শনীতে উপস্থিত থাকার জন্য অনুরোধ রইলো।
প্রদর্শনীর মিডিয়া পার্টনার কলকাতার ‘বাংলাজিন’ ও নারায়ণগঞ্জের অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজ নারায়ণগঞ্জ ডটকম’।