ঢাকারবিবার , ১৬ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

বিশেষ অভিযানে ১১৫ জন গ্রেপ্তার

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ১৬, ২০১৪ ৬:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

Handcupবগুড়া প্রতিনিধি : জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত জেলার ১২টি থানায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলার ১২টি থানা পুলিশ ছাড়াও গোয়েন্দা পুলিশ এবং শহরের বিভিন্ন পুলিশ ফাঁড়ির সদস্যরা এ অভিযানে অংশগ্রহণ করেন।
তবে অভিযোগ রয়েছে পুলিশের এ বিশেষ অভিযানে দাগি অপরাধী, কুখ্যাত মাদকব্যবসায়িদের কেউ ধরা পড়েনি। যারা ধরা পড়েছে তাদের অধিকাংশই চুনো পুটি। পুলিশের কিছু অসাধু সদস্য অভিযানের আগেই তথ্য ফাঁস করে দেয়ায় মূলঅপরাধীরা গা ঢাকা দেয়।
জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারি পুলিশ সুপার (বি-সার্কেল) উজ্জল কুমার রায় জানান, পুলিশ সুপারের নির্দেশে ২৪ ঘণ্টার এই অভিযানে বগুড়া সদর থানায় ৪৫, সোনাতলায় ৬, গাবতলীতে ৫, সারিয়াকান্দিতে ২ ধুনটে ৭, শেরপুরে ১১ নন্দীগ্রামে ৬, আদমদীঘিতে ৭ দুপচাঁচিয়ায ৩, কাহালুতে ৩, শাজাহানপুরে ৫এবং শিবগঞ্জে ৮জন ধরা পড়েছে। এসময় কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।