ঢাকারবিবার , ১৬ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

সুমি হত্যা মামলা: সাদাফের রিমান্ড শুনানি কিছুক্ষণ পর

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ১৬, ২০১৪ ৬:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

jessore-sumiনিজস্ব প্রতিবেদক : শামারুখ মাহজাবিন সুমি (২৬) হত্যা মামলায় রিমান্ড শুনানির জন্য সাবেক সংসদ সদস্য টিপু সুলতানের ছেলে হুমায়ুন সুলতান সাদাফকে আদালতে হাজির করা হয়েছে। আর কিছুক্ষণ পরই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আনোয়ার ছাদাতের আদালতে শুনানি শুরু হবে।
এর আগে গত শুক্রবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এরফান উল্লাহর আদালতে সাদাফের ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে রোববার শুনানির জন্য দিন ধার্য করেন।
গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ধানমণ্ডির ৬নং রোডের ১৪ নম্বর বাসা থেকে সুমির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওইদিন রাতেই সুমির শ্বশুর যশোর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য খান টিপু সুলতান, তার স্ত্রী ডা. জেসমিন আরা ও ছেলে হুমায়ুন সুলতান সাদাফকে আসামি করে হত্যা মামলা করা হয়।
মামলা দায়েরের পরই গ্রেপ্তার করা হয় সাদাফকে।
খান টিপু সুলতান ও তার স্ত্রী ডা. জেসমিন আরা বেগম পালিয়ে যান।
নিহত সুমি যশোর শহরের পুরাতন কসবা এলাকার প্রকৌশলী নুরুল ইসলামের মেয়ে। তিনি রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন। ২০১২ সালের ২৬ ডিসেম্বর যশোরের সাবেক এমপি খান টিপু সুলতানের ছেলে হুমায়ুন সুলতান সাদাফের সঙ্গে শামারুখ মেহজাবিন সুমির বিয়ে হয়।