নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পশ্চিম পাশে ককটেল বিস্ফোরণ ঘটেছে।
রোববার বেলা পৌনে ১২টার দিকে পর পর চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায় অজ্ঞাত ব্যক্তিরা। তবে ধারণা করা হচ্ছে, ছাত্রদলের পদবঞ্চিত নেতারা এ বিস্ফোরণ ঘটিয়েছে। পুলিশ এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
উল্লেখ্য, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদকের পদ থেকে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এবং সহ ছাত্র বিষয়ক সম্পাদকের পদ থেকে সুলতান সালাহউদ্দিন টুকুর অব্যাহতি এবং ছাত্রদলের নতুন কমিটি পুনর্গঠনের দাবিতে আজ সকাল ১১টা থেকে ছাত্রদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান কর্মসূচি পালনের কথা ছিল।