ঢাকারবিবার , ১৬ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

বিচারের আশায় ফের ভারত গেলেন বাবা

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ১৬, ২০১৪ ১১:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

Felaniকুড়িগ্রাম প্রতিনিধি : সীমান্তে বিএসএফের গুলিতে কিশোরী ফেলানী হত্যার পুনঃবিচারে স্বাক্ষ্য দিতে ভারত ফের গেছেনফেলানীর বাবাসহ ৩ সদস্যের প্রতিনিধি দল। ভারতের কোচবিহারে গঠিত বিএসএফের বিশেষ আদালতে আগামীকাল (সোমবার) সাক্ষ্য দেবেন বাবা নুর ইসলাম।
রোববার সকাল ১১টায় কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়ন থেকে লালমনিরহাট জেলার বুড়িমারী চেকপোস্ট হয়ে ভারতের কোচবিহারের উদ্দেশে রওনা হয়েছে তারা।
প্রতিনিধি দলে ফেলানীর বাবা নুর ইসলাম ছাড়াও রয়েছেন পাবলিক প্রসিকিউটর আব্রাহাম লিংকন ও ৪৫ বিজিবি ভারপ্রাপ্ত পরিচালক মেজর হেমায়েতুল ইসলাম।
২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বিএসএফ কিশোরী ফেলানীকে নির্মমভাবে গুলি করে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখে। এ হত্যাকাণ্ড নিয়ে দেশ-বিদেশের গণমাধ্যমসহ মানবাধিকার সংগঠনের মধ্যে সমালোচনার ঝড় ওঠে। ফলে ২০১৩ সালের ১৩ আগস্ট বিএসএফের বিশেষ আদালতে ফেলানী হত্যার বিচারকাজ শুরু করে ভারত সরকার। সে সময় আদালতে সাক্ষ্যদেন প্রত্যক্ষদর্শী ফেলানীর বাবা নুর ইসলাম ও মামা আব্দুল হানিফ।
কিন্তু ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর অভিযুক্ত বিএসএফ সদস্য অমীয় ঘোষকে বেকসুর খালাস দেন আদালত। আবারো সমালোচনার ঝড় উঠলে বিজিবি-বিএসএফ দ্বিপক্ষীয় বৈঠকে ফেলানী হত্যার পুনঃবিচারের আশ্বাস দেয় বিএসএফ। গত ২২ সেপ্টেম্বর পুনঃবিচার শুরু হয় বিশেষ আদালতে। গত ২৬ সেপ্টেম্বর সাক্ষ্য দিতে ভারত রওনা হয় প্রতিনিধি দল। কিন্তু আদালতের বিচারিক কার্যক্রম মুলতবি হওয়ায় দলটি ফিরে আসে।