হবিগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ভারত সীমান্তবর্তী সাতছড়ি জাতীয় উদ্যান থেকে আবারো বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে র্যাব এর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ জানান, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে, একটি এসএমজি, একটি বেটাগন, একটি অটো রাইফেল, ছয়টি এসএলআর, দুটি এলএমজি, একটি স্নাইপার টেলিস্কোপ সাইট এবং ২৪০০ রাউন্ড গোলাবারুদ।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, রাতভর অভিযানের পর অস্ত্র উদ্ধার করলেও তারা অস্ত্রগুলোর উৎস ও কারা এনেছিল সে সম্পর্কে কোনো ধারণা তারা পাননি। মাহমুদ বলেন, অভিযান ও তদন্ত অব্যাহত থাকবে এবং তদন্তের পর অস্ত্রগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানা সম্ভব হবে বলে আশা করছেন তারা। অস্ত্রগুলো কী অবস্থায় পাওয়া গেছে এবং ঠিক কোন এলাকা থেকে উদ্ধারা করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় মাটির গর্তে ছিল। অস্ত্রগুলো প্যাকেট করে কন্টেইনারের মধ্যে রেখে সেই কন্টেইনার ওই গর্তে চাপা দিয়ে রাখা হয়েছিল। তিনি জানান, অত্যন্ত দুর্গম এলাকায় তারা এসব অস্ত্র গোলার সন্ধান পেয়েছেন। তার দাবি, তিন মাস আগে হবিগঞ্জের যে স্থান থেকে অস্ত্র গোলা বারুদ উদ্ধার করা হয়েছিল এবার তার চেয়ে দুর্গম জায়গা থেকে তারা অস্ত্রগুলো পেয়েছেন।
এর আগে গত ৩ জুন এই একই এলাকায় অভিযান চালিয়ে সাতটি পরিখা (বাঙ্কার) থেকে বিপুল পরিমাণ রকেট লঞ্চার ও গোলা উদ্ধার করেছিল র্যাবের একটি দল। ওই সময় একটি পরিখা (বাঙ্কার), একটি সুড়ঙ্গপথ ও ভূগর্ভস্থ একটি ঘরের সন্ধান পেয়েছিল র্যাব।