ঢাকাসোমবার , ১৭ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

জব্বারের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন ২৫ নভেম্বর

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ১৭, ২০১৪ ১১:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

Jabbarনিজস্ব প্রতিবেদক : ৭১ এর মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের বিরুদ্ধে যুক্তি উপস্থাপনের জন্য আগামী ২৫ নভেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১।
সোমবার ট্রাইবুনাল ১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইবুনাল যুক্তি উপস্থাপনের এ দিন নির্ধারণ করেন।
এর আগে এই মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করেন জব্বারের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আবুল হাসান। এসময় আরো উপস্থিত ছিলেন প্রসিকিউটর জাহিদ ইমাম।
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল এ মামলার তদন্ত সম্পন্ন করে চূড়ান্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে দাখিল করে তদন্ত সংস্থা। ওই প্রতিবেদনের নথিপত্র, সাক্ষ্য প্রমাণসহ যাবতীয় বিচার বিশ্লেষণ করে ৫টি অভিযোগে ৭৯ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।
তদন্ত সংস্থার প্রতিবেদনে বলা হয়, পিরোজপুরের মঠবাড়িয়ার (পিস) শান্তি কমিটির চেয়ারম্যান জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের বিরুদ্ধে ৫টি অভিযোগে ৭৯ পৃষ্ঠার মূল প্রতিবেদনের সঙ্গে মোট এক হাজার ৯০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়।