ঢাকাসোমবার , ১৭ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

সুবহানের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন শেষ

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ১৭, ২০১৪ ১২:০১ অপরাহ্ণ
Link Copied!

Sobhanনিজস্ব প্রতিবেদক : একাত্তুরের মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জামায়াতে ইসলামির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুস সুবহানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আইনি যুক্তি উপস্থাপন শেষ হয়েছে।
সোমবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল-২তে এ যুক্তি উপস্থাপন শেষ হয়।
এদিন যুক্তি উপস্থাপন করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম। প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন ও প্রসিকিউটর সুলতানা রেজিয়া।
অপরদিকে আসামিপক্ষে উপস্থিত থেকে প্রথম দিনের মতো যুক্তি উপস্থাপন শুরু করেন আইনজীবী মিজানুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন আইনজীবী এস এম শাজাহান।
এরপর আসামিপক্ষের আংশিক যুক্তি উপস্থাপন শেষে মামলার পরবর্তী কার্যক্রম আগামীকাল মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেন বিচারক।
উল্লেখ্য, মাওলানা সুবহানের বিরুদ্ধে মামলায় প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন গত ৫ নভেম্বর শুরু হয়। জামায়াতের এই নেতার বিরুদ্ধে অভিযোগভিত্তিক যুক্তি তুলে ধরেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন ও রেজিয়া সুলতানা চমন। তার বিরুদ্ধে আনীত নয়টি অভিযোগের মধ্যে আটটি অভিযোগের বিষয়ে যুক্তি উপস্থাপন শেষ করেছে প্রসিকিউশন।
মাওলানা সুবহানের বিরুদ্ধে মামলায় প্রসিকিউশনের পক্ষে ৩০ জন সাক্ষির সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। গত বছরের ৩১ ডিসেম্বর মাওলানা সুবহানের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, লুণ্ঠনসহ নয়টি সুনির্দিষ্ট ঘটনার ভিত্তিতে অভিযোগ গঠন করা হয়।
২০১২ সালের ২০ সেপ্টেম্বর মাওলানা সুবহানকে গ্রেপ্তার করা হয়। গত বছরের ৩১ ডিসেম্বর গণহত্যা, হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ ও ষড়যন্ত্রসহ আট ধরনের মানবতাবিরোধী অপরাধের নয়টি ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।