ঢাকাসোমবার , ১৭ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

আলালসহ ৬ জনের অন্তর্বর্তীকালীন জামিন

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ১৭, ২০১৪ ১২:০৩ অপরাহ্ণ
Link Copied!

alalনিজস্ব প্রতিবেদক : যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ ৬ জনকে এক বছরের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। মোহাম্মাদপুর থানায় নাশকতার পরিকল্পনার অভিযোগ এনে পুলিশের দায়ের করা মামলায় তাদেরকে জামিন দেয়া হয়।
এক আবেদনের শুনানি শেষে বিচরাপতি মোহাম্মাদ রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
আদালতে আসামিপক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট সগীর হোসেন লিয়ন। অপরদিকে জামিনের বিরোধীতা করে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নাজমুল হক।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর মোহাম্মাদপুর লালমাটিয়া বাসা থেকে মিটিং করার সময় আলালসহ ৬৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে মোহাম্মাদপুর থানা পুলিশ।