নিজস্ব প্রতিবেদক : বঙ্গব্ন্ধুকে নিয়ে কটূক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের বিরুদ্ধে মানহানি মামলা করা হয়েছে।
সোমবার আওয়ামী লীগের উপ কমিটির সহ-সম্পাদক মনির খান বাদী হয়ে ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের করেন।
মেট্রোপলিট্ন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন। আগামী ১০ ডিসেম্বর সমন ফেরত প্রতিবেদনের জন্য দিন ধার্য করেছেন আদালত।
গত ৫ নভেম্বর লন্ডনে বিএনপির যুক্তরাজ্য শাখা আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তারেক রহমান মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন তোলেন।