রংপুর প্রতিনিধি
ছোটভাই মোজাম্মেল হক লালুর জানাজা ও দাফন-কাফনে অংশ নিতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও সিনিয়র প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের রংপুরে এসে পৌঁছেছেন।
পারিবারিক সূত্র জানায়, সড়ক যোগে সাবেক প্রেসিডেন্ট এরশাদ তার অপর ভাই সাবেক মন্ত্রী জিএম কাদেরকে সঙ্গে নিয়ে সকাল সোয়া ৯টায় রংপুর মহানগরীর সেনপাড়ায় ঐতিহাসিক স্কাইভিউ ভবনে আসেন। সেখানে তারা ছোট ভাই লালুর লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন। এ সময় পরিবারের অন্যান্যরা তাদের সান্ত্বনা দেন। পরে তিনি দর্শনা এলাকায় তার বাসভবন পল্লীনিবাসে যান।
বাদ আসর রংপুর কারামতিয়া জামে মসজিদে নামাজে জানাজা শেষে লালুর লাশ মুনসিপাড়া কবরস্থানে তার পিতামাতার কবরের পাশে দাফন করার কথা।
সোমবারে রাত সোয়া ১০ টায় স্ট্রোক করে মারা যান মোজাম্মেল হক লালু। তিনি এরশাদের ছোট ভাই।