আন্তর্জাতিক ডেস্ক : পান থেকে চুন কষলেই মারধর। আর কথায় কথায় অকথ্য ভাষায় গালি তো আছেই। সেখানেই ক্ষ্যন্ত নেই পাষণ্ড স্বামী। নিজের স্ত্রীকে নগ্ন করে পুরো গ্রাম ঘুরিয়েছেন রাজস্থানের সিকর দেলার কাংকরা গ্রামের কেসর সিং।
কিন্তু এ অপমান আর সহ্য করতে পারেননি ওই নারী। থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে পুলিশের কাছে নালিশ করলেন তিনি।
সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তা শায়র সিং পলসানিয়া জানিয়েছেন, গত নয় থেকে দশ বছর ধরেই নিজের স্ত্রীকে ক্রমাগত মারধর করে কেসর। এমনকি ঘটনার দিন স্ত্রীকে মারধরের পর নগ্ন করে সারা গ্রামে ঘোরায় সে। ওই নারীর অভিযোগের ভিত্তিতে কেসর সিংকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, সোমবার সকালে ওই নারীর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তার পাষণ্ড স্বামীর হাত থেকে বাঁচায়। এরপর স্থানীয়রাই কেসরকে পুলিশের হাতে তুলে দেয়।
ওই নারী তিন সন্তানের মা। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।