ঢাকাসোমবার , ১৭ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

সুইজারল্যান্ড-ইতালিতে ভূমিধসে নিহত ৪

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ১৭, ২০১৪ ১২:১৯ অপরাহ্ণ
Link Copied!

1আন্তর্জাতিক ডেস্ক : সুইজারল্যান্ডের দক্ষিণাঞ্চলে ও ইতালির উত্তরাঞ্চলীয় এলাকায় ভূমিধসে কমপক্ষে চারজন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে দু সুইজারল্যান্ডে দুই নারী এবং ইতালির এক নানা ও নাতনি রয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
শনিবারের ভূমিধসে সুইস শহর লুগানোর নিকটবর্তী দাভেসকো-সোরাগনো গ্রামে ঘরের মাটির দেয়ালের নিচে চাপা পড়ে মারা যান ৩৪ ও ৩৮ বছরের দুই নারী। এছাড়া ইতালির সীমান্তবর্তী সেরো দি লাভেনো অঞ্চলে ভূমিধসে প্রাণ হারিয়েছেন ৭০ বছর বয়সী এক নানা এবং তার ১৬ বছরের নাতনি। ইতালির ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে আরো এক ব্যক্তিকে। ৪৪ বছরের ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ভূমিধসের পর দুই দেশেই বন্যা সতর্কতা জারি করা হয়েছে। সুইজারল্যান্ড লুগানো ও ইতালির মাগিওরে হ্রদের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ওই অঞ্চল দুটিতে স্বাভাবিকের চেয়েও বেশি বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে।
সুইজারল্যান্ডের টিকিনো এলাকায় রোববার থেকে উদ্ধার তৎপরতা শুরু করেছেন নিরাপত্তা কর্মীরা। পাহাড় থেকে নেমে আসা ভূমিধসে ওই এলাকায় বেশ কিছু অ্যাপার্টমেন্ট ধ্বংস হওয়ার খবর পাওয়া গেছে।
এর আগে গত মাসে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ইতালিতে ১১ জন মারা গিয়েছিল।